লিখেছেন: zajiba ahmad | তারিখ: বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ সময়: ১:২৫ পূর্বাহ্ন |
- বর্তমান শিক্ষা সিলেবাস তথা পাঠ্যপুস্তকে শিক্ষাদানের নামে কোমলমতি মুসলিম শিশু-কিশোরদের এমন সব বিষয় শেখানো হচ্ছে, যা সত্যিই বিষ্ময়কর। এসব বিষয় পড়ে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা সঠিক আক্বীদা থেকে ভ্রষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে ঈমান-আক্বীদা। একটি মুসলিম রাষ্ট্রে পাঠ্যপুস্তকের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের কী শেখানো হচ্ছে? পাঠ্যপুস্তকে নাম দিয়ে যা শেখানো হচ্ছে তা দিয়ে কি একজন মুসলিম শিশু আদৌ ঈমানদার থাকবে? ৯৮% মুসলমান অধ্যুষিত দেশে রাষ্ট্রধর্ম ইসলামের দৃষ্টিতে কুফরী এই সিলেবাস আর কত দিন চলবে? জনগণ তা জানতে চায় ।
- কবে উঠবে সেই দিগন্তের সূ্র্য যেদিন সঠিক আক্কীদা ভূক্ত সিলেবাস দ্বারা পাঠ্যপুস্তকে শিক্ষাদান করা হবে ।

Views All Time
2

Views Today
2
মন্তব্য করুন
মন্তব্য করতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে