হিজরী সনের রবিউল আউওয়াল মাসের ১২ তারিখ, যে পবিত্র দিনে পৃথিবীর বুকে আগমন করেন আমাদের প্রাণপ্রিয় নবীজি রসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই দিনটিকে উপলক্ষ্য করে, আমাদের প্রাণপ্রিয় নবীজি রসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করে আয়োজন করা হয়েছে ‘কোটি কন্ঠে মীলাদ শরীফ’ অনুষ্ঠানটি।
এ অনুষ্ঠানে সারা বিশ্ব থেকে দেশ-অঞ্চল নির্বিশেষে সকল মুসলমান এক সাথে, এক সময়, এক যোগে কন্ঠ মিলিয়ে পাঠ করবে দুরুদ ও সালাম। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন, সরাসরি অথবা অনলাইন লাইভে কোটি কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে দিন, একযোগে পাঠ করুন দরুদ ও সালাম তথা মীলাদ শরীফ।
অনুষ্ঠানের কেন্দ্রীয় ভেন্যু : জাতীয় প্রেসক্লাব, ঢাকা।
মীলাদ শরীফ একযোগে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে।