আমরা একটি সুস্থ্য ধারার ব্লগ চাই। সুন্দর লেখা চাই, যা পড়ে আমরা কিছু শিখতে পারবো, আমাদের ঘুমন্ত মন-মগজ জেগে উঠবে, আমাদের চেতনাকে জাগ্রত করবে। কিন্তু গত কয়েকদিনে আমরা খুব হতাশ ব্লগের অবস্থা দেখে।
বেশি ব্লগ লেখা কোন ক্রেডিট নয় বরং সুন্দর ব্লগ লেখাই সা্র্থকতা। অথচ ব্লগে যা ইচ্ছা তাই পোস্টই শুধু নয় ফ্লাডিং করে ভরে ফেলা হচ্ছে; সমস্যা সেটা নয় বরং সমস্যা হলো লেখাগুলোতে মানুষের চেতনা বিকাশ বা শিক্ষনীয় কিছু আছে বলে মনে হচ্ছে না বা এমন কোন গুরুত্বপূর্ণ তথ্য নেই যা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে আসবে।
আর যদি এই ব্লগে ফ্লাডিং করে যা ইচ্ছা তাই লিখা নীতি সিদ্ধ হয় এবং মডারেটর সাহেবদের এই ব্যাপারে কোন পদক্ষেপ নেয়ার না থাকে তাহলে আর কি করা।
সবশেষে মডারেটর সাহেবদের প্রতি প্রশ্ন- আমরা সবুজ বাংলাকে একটা সুস্থ্য ধারার ব্লগ মনে করতাম, সে ধারণাকে কি পরিবর্তন করতে হবে?
জবাবটা দিলে আমরা উপকৃত হবো…………………
জুলফিকার ভাই! মডারেটরকে ব্লগ-এর নাম পরিবর্তন করে হোজ্জা ব্লগ রাখতে পরামর্শ দিলে কেমন হয়।
আর বাংলার ছেলে কি মডারেটর সাহেবদের আত্মীয় হন কিনা সেটা খোজ নিয়ে দেখেন।
আমি টেলিকাইনেটিক পদ্ধতিতে বিষয়টি দ্রুত তদন্ত করার জন্য সকলকে অনুরোধ করছি।
টেলিকাইনেটিক !!! তদন্ত !!! অনুরোধ !!! তাবাসসুম…….
lolzzzzzzzzzzz,
lolzzzzzzzzzzz