ঈদ মুবারক! ঈদ মুবারক!! ঈদাইন মুবারক!!!
ঈদে ঈদে ঈদাইন মুবারক, মারহাবা জানাই ত্বলায়াল
তাশরীফে শাহযাদী আউয়াল, ধন্য হলো পহেলা শাওওয়াল।
ঈদে বিলাদত শরীফ আজ, ঈদে আ’যম
আগমনে নাক্বীবাতুল উমাম আলাইহাস সালাম, চাহি মোরা রহম
তব বিলাদত শরীফ-এ আরজি করি এই অধম
চাহি ক্ষমা, দয়া-ইহসান আর চাহি করম।
আহলান-সাহলান জানাই সবে মারহাবা ইয়া সাইয়্যিদা
আপনারই দয়াতে পেয়েছি মোরা শাহদামাদ ক্বিবলা ক্বাবা আলাইহিস সালাম
শাহ নাওয়াসী ক্বিবলাতাইন হলেন আপনারই দান
রহমত বর্ষান রাশি রাশি নিয়ামত অফুরান।
শাহযাদী ঊলা ক্বিবলা ক্বাবা আপনি মহিয়ান
তব বিলাদত শরীফ-এ খুশি করছে জান্নাতী হুর গেলমান
কি কহিবো তব শান, শানে আপনি আলিশান
তাশরীফানে নূরে নূরানিত হলো এই জাহান।
কায়িনাত আজ দিশেহারা
আপনারই নূরী ছোহবত পাওয়ার জন্য পাগল পারা
মুরিদান আত্মহারা,
নিয়ামতে হন সেরা।
হাক্বীক্বী গোলামীতে কবুল করুন মোরে
নেই জানি কোনো যোগ্যতা তবুও
আরজি করি বারেবারে
নেই আদব, ইখলাস, ইলম, আক্বীদা
ক্ষমা করে করুন আমার সবকিছুতেই পূর্ণতা।
এই কবিতা শরীফ পোষ্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া :rose: :deadrose: :clover: :present: :star: :moon: