২৫ ফেব্রুয়ারী ২০০৯। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয়, নিন্দনীয় ও মর্মান্তিক দিবস। এ দিবসে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়!
অথচ অত্যন্ত জঘন্যতম বিষয় হচ্ছে- এ দিনেই বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর খুব স্বাভাবিক ভাবেই এ খেলার মধ্য দিয়া এক আনন্দঘন পরিবেশে এই দিবসটি উদযাপন হতে যাচ্ছে। যা বিশ্ব ইতিহাসে একটি বিরল ঘটনা!!!
একটু চিন্তা করে দেখুন- যদি এ খেলায় বাংলাদেশ জিতে, তাহলে যে দিবসে পিলখানায় সংঘটিত ঘটনার জন্য দেশের জনগণ একটু হলেও ব্যথিত হতো, তারা সেই ব্যাথা-বেদনা ভুলে আনন্দ উল্লাসে মেতে উঠবে।
আর দ্বিতীয়ত- যদি ভারত জিতে, তাহলেতো সোনায় সোহাগা। কারণ এই মালুরা এমনিতেই ভিতরে ভিতরে এই হত্যা কান্ডের কারণে খুশি, তার উপর জয়ের কারণে এই দিবসেই তারা উদযাপন করবে আরেক পৈশাচিক উল্লাস।