মানুষের অনেকগুলো বদ স্বভাব আছে, যা থেকে অবশ্যই প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হবে এবং এই বদ-স্বভাবগুলো যার মধ্যে থাকবে সেই হবে সবচেয়ে নিকৃষ্ট।
যেটা হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
হযরত আসমা ইবনে উমাইস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি।
তিনি ইরশাদ করেন,
সে বান্দা কতই না নিকৃষ্ট,
১। যে নিজেকে ভাল মনে করে গর্ব করে এবং সুমহান খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাককে ভূলে যায়।
২। যে অত্যাচার করে সীমালঙ্ঘন করে এবং পরাক্রমশালী মহান আল্লাহ পাককে ভূলে যায়।
৩। যে দ্বীনের কাজ ভূলে যায়, খেল-তামাশায় মত্ত থাকে এবং কবরস্থানের কথা ও শরীর পঁচে যাওয়ার কথা ভূলে যায়।
৪। যে অহংকার করে সীমালঙ্ঘন করে এবং প্রথম ও শেষকে ভূলে যায়।
৫। যে দ্বীন দ্বারা দুনিয়াবাসীকে ধোঁকা দেয়।
৬। যে সন্দেহপূর্ণ ব্যাখ্যা দিয়ে দ্বীনকে ধোঁকা দেয়।
৭। যাকে লোভ (দুনিয়ার দিকে) টেনে নেয়।
৮। যাকে নফস বা প্রবৃত্তি পথভ্রষ্ট করে।
৯। যাকে আসক্তি অপমানিত করে।