সায়েখ আমার জ্ঞানের জ্যোতি
সদা বিলান হীরা মতি..
যে চায় সেই পায়
চায়না যে জন নিরুপায়..
যদি করেন দয়া দান ইহসান
তবে হবেরে মোর পরিত্রান…
কিবা দিবা কিবা নিশি
তিনি মোর ইলমী শশী…
উপচে পড়া ইলম প্লাবিত সুর
খোদায়ী রওশন হাবিবি নুর
মরুর শান্তি ছায়া মুর্শিদ
নুরুন আলা নুর
ছড়িয়ে দেন বাংলাতে
রহমতিই কোহিনূর..
হক তালাশি যেজন
খালি হাতে ফেরেনা সেজন
পাক দরজায় পৌঁছেছে
যে একবার
মারেফতের অরণ্যে বিচরন বারংবার…
খোদায়ী মারেফতের ঘ্রাণ
রাসুলই ইস্কি সুধা তৃপ্ত প্রাণ
শত কিছু সমাহারে
চাওয়া পাওয়া সেই উপহার..
নিঃস্বাশে থাকে যেন আহাল
পাকেরই খুশবু বাহার…
আমার আর্জি
পাক কদমে
আহলি বাইতি স্মরণ
রয় যেন মরণে…
জাবালে নূর/
২৭ মাহে যিলক্বদ শরীফ, ১৪৪১ হিজরী!