লিখেছেন: green flower | তারিখ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭ সময়: ৮:০৭ অপরাহ্ন |
সুওয়াল : তাহাজ্জুদ নামায জামায়াতে পড়া জায়িয কিনা?
জাওয়াব : না, তাহাজ্জুদ নামায জামায়াতে পড়া জায়িয নেই। তারাবীহ, কুসূফ (সূর্যগ্রহণ) ও ইস্তিসকা (বৃষ্টি চাওয়ার উদ্দেশ্যে নামায) এই তিনপ্রকার নফল (সুন্নত) নামায ব্যতীত অন্য কোন নফল বা সুন্নত নামায জামায়াতে আদায় করা জায়িয নেই।
আমাদের হানাফী মাযহাবে তাহাজ্জুদ নামায জামায়াতে পড়া মাকরূহ তাহরীমী ও বিদয়াতে সাইয়্যিয়াহ।
{দলীলসমূহ : ফতওয়ায়ে আলমগীরী, খুলাছাতুল ফতওয়া বাহরুর রায়িক ফতওয়ায়ে তাতারখানিয়া, মাবসুত, দুররুল মুখতার, ইনায়া ইত্যাদি।}
মন্তব্য করুন
মন্তব্য করতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে