তাফসীরে রূহুল বয়ানে উল্লেখ রয়েছে, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, রহমাতুল্লিল আলামীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার ইবলীশকে দেখে জিজ্ঞাসা করলেন যে, আমার উম্মতের মধ্যে তোমার বন্ধু কে কে এবং তারা কতজন? জাওয়াবে ইবলীস বললো, আপনার উম্মতের মাঝে আমার দশজন বন্ধু রয়েছে। ১. জালিম বাদশা (শাসক), ২. অহঙ্কারী ধনী, ৩. খিয়ানতকারী ব্যবসায়ী, ৪. মদ্যপায়ী, ৫. চোগলখোর, ৬. রিয়াকারী অর্থাৎ লোক দেখানো আমলকারী, ৭. সুদখোর, ৮. ইয়াতীমের হক বা মাল ভক্ষণকারী, ৯. যাকাত আনাদায়কারী, ১০. ঐ ব্যক্তি যার লালসা বাড়তেই থাকে অর্থাৎ অত্যধিক লোভী।